Breaking News

বাড়িতে ও টিভি অফিসে র‍্যাব অভিযানে হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার

বাড়িতে ও টিভি অফিসে র‍্যাব অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের গুলশান ২ নাম্বারের নিজ বাসায় অভিযান চালায় র‍্যাব ১।

দীর্ঘ প্রায় ৪ ঘন্টার অভিযানে পাওয়া বিদেশি বেশ কিছু মাদক ও হরিনের চামড়া and

so কিছু ধারালো ছুরি ক্যাসিনোর সরঞ্জাম ও বৈদেশিক মুদ্রা গুলি জব্দ করে র‍্যাব ১ এর সদস্যরা।

এসব জব্দের পর হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখিয়ে and র‍্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য।

তবে কোন মামলায় গ্রেফতার হচ্ছে তা স্পষ্ট করে উল্লেখ না করলেও র‍্যাব পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে সব বলবেন বলে জানিয়েছেন র‍্যাব১

এত পরিমাণ মাদক পাওয়ার বিষয়ে র‍্যাব but আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু বলেনি তবে সদর দপ্তর থেকে জিজ্ঞাসাবাদ শেষে এসব বিষয় স্পষ্ট ধারনা দিতে পারবেন।

তবে র‍্যাব কমান্ডার বললেন যে তার বিরুদ্ধে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাকে র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে।

গুলশানস্থ ৩৬ নাম্বার রোডের ৫ নাম্বার রাস্তায় but হেলেনার নিজ বাসায় গোয়েন্দা টিম নিয়ে র‍্যাব ১ এই অভিযান পরিচালনা করে দীর্ঘ ৪ ঘন্টার অভিযান শেষে তাকে র‍্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

র‍্যাব সদস্য বাড়িতে প্রবেশ করে এরপর রাত ১০’টার দিকে

প্রথমে র‍্যাব সদস্য বাড়িতে প্রবেশ করে এরপর রাত ১০’টার দিকে ৩ জন নারী সদস্যও বাড়িতে প্রবেশ করেছেন এরপর
বাড়ির মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে কোনোরকম but যাতায়াত বন্ধ করে দেয়া হয়।

উক্ত অভিযানের শুরু থেকে বাসার নিচে র‍্যাবের গাড়ি পার্কিং ছিলো এবং সাদা পোষাকে টহলরত টিম ছিল।

হেলেনা জাহাঙ্গীরের বাড়ি থেকে অভিযান but শেষে তাকে গ্রেফতার because করার পর রাতেই তার নিজস্ব মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসেও অভিযান চালায় র‍্যাব

রাত ২’টার দিকে এই অভিযান চালানো হয় বলে র‍্যাব জানান তবে র‍্যাবের সুত্র থেকে টিভি অফিসে অভিযানের বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।

এই ব্যাপারে পরে জানানো হবে বলে র‍্যাব জানায়। বিগত because কয়দিন ধরেই দলীয় গঠনমুলক নীতি উপেক্ষা করে নতুন করে

মহিলা চাকরিজীবি লিগ ঘোষনা করে and সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো and অনলাইনে নানান বাকবিতণ্ডা and বিতর্কিত কর্মে জড়ানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা

বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়াহয় হেলেনা জাহাঙ্গীরকে, because
তার এই কর্মকাণ্ডের উপর দলের সিনিয়র নেতাদের প্রভাব আছে বলে জানান তিনি।

সম্প্রতি যোগাযোগ মাধ্যমের একটি ফেসবুক লাইভে এসে but কান্নাকাটি করার ভিডিও ভাইরাল হয়েছে।

About admin

Check Also

৫ বছর আগের জুলহাজ তনয় হত্যা মামলায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ড দেয় আদালত

পাঁচ বছর আগের জুলহাস তনয় হত্যা মামলায় ৬ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কুরিয়ার সার্ভিসের সার্ভিস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *